মহান মুক্তিযুদ্ধে সীতাকুণ্ডের কুমিরায় পাকিস্তানি হানাদারদের প্রথম প্রতিরোধের স্মৃতি ধরে রাখতে নির্মিত ভাস্কর্য ‘স্মৃতি ৭১’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে এটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এটির নকশা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ সাইফুল কবীর।
জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে ও সচিব সাব্বির ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লা আল বাকের ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলিম উল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী খন্দকার জহিরুল ইসলাম ও কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন ছাবেরী, ইউএনও নাজমুল ইসলাম ভূঁইয়া, থানার ওসি মো. ইফতেখার হাসান, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাবলু প্রমুখ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS