কুমিরা ইউনিয়নের ইতিহাসঃ-
নামকরনঃ- কুমিরা নাম করনের কোন ইতিহাসিক দলিল খুজে পাওয়া যায়নি। তবে কুমিরা নামকরনে স্থানিয় এলাকায় অনেক গুলো জনশু্তি রয়েছে। জনশু্তি গুলো হচ্ছে কুমিরার পশ্চিমপাশে সমুদ্র তীরবতী এলাকায় এক সময় কুমিরের খুব উপদ্রব ছিল। এগুলো মাঝে মাঝে ডুকে সংলগ্ন জেলে পাড়ায় অন্যান জনবসতিতে হামলা করতো লোকজনকে কামড়াতো। গৃহস্থের গবাদিপশু হাস-মুরগী এদিক ওদিক তাড়িয়ে নিয়ে গিয়ে সৃষ্টি করত একটা লন্ড-ভন্ড পরিস্থিতি ।ও সময় আক্রমনকারী কুমিরগুলো ক্রুদ্ধ গর্জান ভীত সন্ত্রস্থ হয়ে পড়তো মানুষ । যে যে দিকে পারে পালিয়ে প্রান বাঁচাবার চেষ্টা করতো । কুমিরেরা রা' (ডাক শব্দ যেমন সব শিয়ালের একরা) থেকে কুমিরা নামের উৎপত্তি হয় বলে অনেকের বিশ্বাস । তখনকার দিনে শিশুদের কান্না থামাতে মায়ের মুখে কুমিরের রা' বা ডাকের অনুকরন করে ওদের ভয দেখাত । আরেকটি জনশুতি এরকম হিন্দুদের কুমারী দেবি বিশেষ বিশেষ সময়ে ওখানকার খালো (বর্তমানে কুমিরা খাল ) এসে অলৌকিক ও দৈব শক্তি প্রদর্শন করেছেন । কুমারী দেবীর নাম অনুসারে সে এলাকার নামকরন হয় কুমিরা । অর্থাৎ কুমারী থেকে কুমিরা। দেবীর সম্মানে কুমারী মন্দিরে এখনো পুজা দেওয়া হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS