এক নজরে কুমিরা
প্রাকৃতিক সূন্দর্যের লীলা ভূমি সীতাকুন্ড উপজেলার একটি ঐতিহ্য বাহী ইউনিয়ন হলো কুমিরা ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ কুমিরা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় শিক্ষা, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজ ও সমুজ্জল।
ক) নামঃ- ০৭নং কুমিরা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তনঃ- ৩৪.৫৬(বর্গ কিঃমিঃ)।
গ) লোক সংখ্যাঃ- ৩৩,৩৬২জন(প্রায়)।
ঘ) নারীঃ- ১৬,০০২জন(সম্ভাব্য)
ঙ) পুরুষঃ- ১৭,৩৬০জন(সম্ভাব্য)
চ) গ্রামের সংখ্যাঃ- ০৯টি।
ছ) মৌজার সংখ্যাঃ-০৪টি।
জ) হাট বাজার এর সংখ্যাঃ-০৩টি।
ঝ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যমঃ- বাস, সি এন জি অটোরি∙।
ঞ) শিক্ষার হারঃ-৭৪.৬৫% (২০০১ সালের শিক্ষা জরিপ অনুযায়ী)।
ট) শিক্ষা প্রতিষ্ঠানঃ-
প্রাথমিক বিদ্যালয়ঃ- ০৮টি।
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ- ০৩টি।
মাদ্রসাঃ- ০৩টি।
অন্যান্য প্রতিষ্ঠানঃ-
মজজিদঃ- ২৭টি
মন্দিরঃ- ০৮টি
ক্লাবঃ-০৬টি
দায়িত্বরত চেয়ারম্যানঃ- জনাব জসিম উদ্দিন আহাম্মদ চৌধুরী।
ড) ঐতিহাসিক/পর্যটকস্থানঃ- ১। টিবি হাসপাতাল।
২। কুমিরা সমুদ্র সৈকত।
৩। আগুন এর গুহা পূর্ব পাহাড়ে অবস্থিত।
৪। হযরত ডাল চাল মিয়া মাজার।
ঢ) ইউ, পি, স্থাপনকালঃ- ১। পুরাতনঃ- ১৯২৫ইংসাল।
ন) নব গঠিত পরিষদের বিবরণঃ–
১) শপথ গ্রহণের তারিখ – ২১/০৭/২০১৬ইং
২) প্রথম সভার তারিখ – ২৫/০৬/২০১১ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং
ত) গ্রামসমূহের নামঃ–
১। উ:মছজিদ্দা / মোল্লাপাড়া / পুনর বাসন / হিন্দু পাড়া / কান্দানী পাড়া / মন্ধম পাড়া / মাঝামাঝি পাড়া / নাথ পাড়া /মগ পুকুর / ত্রিপুরা পাড়া ।
২। মছজিদ্দা / দেলীপাড়া / চৌধুরী বাড়ী / পাখর পাড়া।
৩। দ:মছজিদ্দা / জামাই পাড়া / মাষ্টারপড়া।
৪। হিংঙ্গরী পাড়া / ছোট কুমিরা / মছজিদ্দা।
৫। কাজী পাড়া ।
৬। সোনারপাড়া / রহমতপুর ।
৭। কুমিরা / বাজার পাড়া/ নিউ রাজাপুর /কলণী /রহমতপুর ।
৮। কুমিরা কালী বাড়ী ।
৯। কোর্টপাড়া / আলেকদিয়া ।
থ) ইউনিয়ন পরিষদ জনবলঃ–
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০জন।
৪) ইউনিয়ন পরিষদ উদ্যেক্তা- ২ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS